ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

নতুন অর্থ সচিবের দায়িত্বে মুসলিম চৌধুরী

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ৩ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব দিয়েছে সরকারতিনি এর আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ছিলেনজনপ্রশাসন মন্ত্রণালয় তাঁকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়ে সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছেবর্তমান অর্থসচিব হেদায়েতুল্লাহ আল মামুনের মেয়াদ শেষ হচ্ছে আজ।

মোহাম্মদ মুসলিম চৌধুরী বিসিএস ১৯৮৪ ব্যাচের অডিট অ্যান্ড অ্যকাউন্টস ক্যাডার ছিলেন। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের নুরুল আলম চৌধুরী ছেলে। চলতি বছর অনলাইন বেতন নির্ধারণ ও সরকারি কর্মচারী পেনশন ডাটাবেইজ তৈরির জন্য জনপ্রশাসন পদক পান।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় আতিউর রহমান গভর্নরের পদ ছাড়লে গতবছর ১৬ মার্চ সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবিরকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই সময় সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল মুসলিম চৌধুরীকে।

 

/আর/এআর