এটা কোনো সিনেমার দৃশ্য নয়!
প্রকাশিত : ১১:০৩ পিএম, ৩ অক্টোবর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১১:১২ এএম, ৪ অক্টোবর ২০১৭ বুধবার
ছবিটা দেখে অনেকের মনে হতে পারে এটা কোনো সিনেমার দৃশ্য। আসলে এটা কোনো সিনেমা বা শুটিংয়ের দৃশ্য নয়। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে হামলার ঘটনায় জীবন-মৃত্যুর বিভীষিকাময় মুহূর্তের দৃশ্য এটি।
স্থানীয় সময় রোববার রাতে লাস ভেগাসে কনসার্টে বন্দুকধারী সহিংস হামলার সময় প্রিয় মানুষকে বাঁচানোর জন্য প্রাণন্তর চেষ্টা করেন এই যুবক। আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। পরে এই ছবিটি সিএনএন`য়ে প্রকাশ হলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ছবিতে দেখা যাচ্ছে, মাটিতে কিংবা পিচঢালা পথে এক যুবক এক নারীকে জড়িয়ে ধরে আছেন। যা দেখে অনুমান করা যাচ্ছে- ওই যুবক ওই নারীকে সুরক্ষা করার জন্য তার শরীরের ওপর উপুড় হয়ে সাপটে ধরেছেন। দু `জনের চোখে মুখে ভয় আর আতঙ্ক স্পষ্ট। সে এক ভয়ংকর মুহূর্ত ছিল।
পাশে পড়ে থাকা পানির বোতল, ক্যান, স্যান্ডেল সহিংসতার চিত্রকে আরো ভয়াবহ করে তুলেছে। কেউ-কেউ ধারণা করেছেন তারা প্রেমিক যুগল। প্রেমিকাকে বাঁচাতে প্রেমিকের এই প্রাণান্তকর প্রচেষ্টা। অবশ্য তারা প্রেমিক যুগল কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
সিএনএন`য়ে প্রকাশিত ছবির ক্যাপশনে বলা হয়েছে, পরে ওই নারী ও পুরুষ উঠে দাঁড়ান এবং দ্রুত দৌড়ে দূরে চলে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে বাংলাদেশের সংবাদকর্মী আবুল কালাম আজাদ লিখেছেন, ‘নিজের জীবন বাজি রেখে প্রিয়জনকে রক্ষার এমন দৃশ্য সিনেমায়ই কেবল দেখা যায়! লাস ভেগাস শহরে বন্দুকধারীর হামলা থেকে তরুণীকে রক্ষার জন্য আজ এক তরুণ সে কাজটিই করেছেন। জানি না হে তরুণ যুগল- তোমরা অক্ষত আছ কিনা... জয় প্রেম, জয় তারুণ্য...জয় হোক জীবনের।’
প্রসঙ্গত, স্থানীয় সময় রোববার রাত ১০টার দিকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনসার্টস্থলের পাশে থাকা মান্দালাই বে হোটেলের ৩২তলা থেকে স্টেফেন প্যাডক (৬৪) নামে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এ হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জন এবং আহত হয়েছেন প্রায় ৫২৭ জন। পরে ওই বন্দুকধারী স্টেফেনও নিহত হয়েছে বলে খবরে বলা হয়।
কেআই/টিকে