ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

অ্যাশেজ নিরিজে থাকছেন না বেন স্টোকস?

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ৪ অক্টোবর ২০১৭ বুধবার

ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ দিয়ে ২০১৩ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল বেন স্টোকসের। অভিষেকে দারুণ নৈপুণ্য দেখিয়ে নজর কাড়েন সবার। নিজের যোগ্যতায় চার বছরের মধ্যেই তিনি হয়েছেন ইংল্যান্ড টেস্ট দলের সহ-অধিনায়ক।

আগামী নভেম্বর শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজেও স্টোকস হতে পারতেন ইংল্যান্ডের অন্যতম ভরসা। কিন্তু শেষ পর্যন্ত তিনি সিরিজটি খেলতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়।

গত ২৫ সেপ্টেম্বর ব্রিস্টলের একটি নাইটক্লাবে মদ্যপ অবস্থায় মারামারি করেছিলেন স্টোকস। এ ঘটনায় এক রাত পুলিশের হেফাজতেও থাকতে হয়েছিল তাকে। এ নিয়ে এখনো চলছে পুলিশি তদন্ত। আর অ্যাশেজ সিরিজের আগে তদন্ত শেষ না হলে ঐতিহ্যবাহী এই লড়াইয়ে দর্শক হয়েই থাকতে হবে স্টোকসকে।

আগামী ২৩ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে এবারের অ্যাশেজ সিরিজ। ইংল্যান্ড দল অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে আগামী ২৮ অক্টোবর। এর মধ্যে পুলিশি তদন্ত শেষ হলে তাকে দলে রাখার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে বোর্ড।

আগামী ছয় সপ্তাহের মধ্যে স্টোকস যদি নতুন করে কোনো আদালতের ঝামেলায় না জড়ান, তাহলে তাকে দেখা যেতে পারে ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজের দলে।

এদিকে মাত্র ৫টি উইকেট নিতে পারলেই তিনি ছুঁয়ে ফেলতে পারবেন ১০০ উইকেটের মাইলফলক। এখন পর্যন্ত ৩৯টি টেস্ট খেলে স্টোকস নিয়েছেন ৯৫ উইকেট। পাশাপাশি ব্যাট হাতে করেছেন ২৪২৯ রান।

 

আর/ডব্লিউএন