ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৩ ১৪৩১

মানবদেহ থেকেই চার্জ হবে মোবাইল

প্রকাশিত : ১১:১৭ এএম, ৫ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার

আপনি জরুরি কাজে কোথাও বেরিয়ে পড়েছেন? এই অবস্থায় ভুলে গেছেন আপনার স্মার্টফোনের চার্জার আনতে। এখন চ্যাট করতে করতে বা ফোনে কথা বলার কারণে চার্জ শেষ হয়ে গেছে। এই বিপত্তি থেকে মুক্তির সময় এসেছে।

গবেষকরা জানান, এখন চার্জার লাগবে না, মানবশরীর থেকে শক্তি নিয়েই চার্জ হবে আপনার মোবাইল। নতুন প্রযুক্তির একটি ব্যাটারির সাহায্যে ব্যবহারকারীর শরীরের নড়াচড়া থেকেই চার্জ হবে ফোন৷ আপনার চলাফেরার সঙ্গে সঙ্গে বাড়বে মোবাইল ফোনের চার্জও৷

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেরা এই ব্যাটারি তৈরি করেছেন। ‘থার্মালি রিজেনারেটিভ ইলেকট্রো কেমিক্যাল সাইকেল’ নামের বিশেষ প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই ব্যাটারি তৈরি করা হয়েছে৷ গবেষকরা জানান, এখনই এই ব্যাটারিকে বাণিজ্যিক ভাবে বাজারে আনা হচ্ছে না৷ গবেষণা পুরোপুরি শেষ হলেই বাজারে ছাড়া হবে এটি৷

 সূত্র : টেক ওয়াল্র্ড।

/আর/এআর