ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে সাকিব

প্রকাশিত : ০২:২৭ পিএম, ৫ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার

বাংলাদেশের ক্রিকেটের জন্য আরেকটি বড় সম্মান বয়ে আনলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মেলবর্ন ক্রিকেট ক্লাব এর ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে জায়গা করে নিয়েছেন তিনি। গত ১৮ সেপ্টেম্বর চিঠির মাধ্যমে ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হিসেবে নিয়োগ দেওয়ার কথা সাকিবকে জানিয়েছে আইসিসি। নতুন কমিটির দায়িত্ব শুরু হয়েছে গত ১ অক্টোবর।

কমিটির চেয়ারম্যান সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইক গ্যাটিং। বিদায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন আরেক সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইক ব্রিয়ারলি।

এমসিসি ক্রিকেট কমিটি প্রতিষ্ঠিত হয়েছে ২০০৬ সালে। কমিটিতে থাকেন বর্তমান ও সাবেক ক্রিকেটার ও আম্পায়াররা। প্রতি বছর দুই বার করে সভা হয় এই কমিটির। ক্রিকেট সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এই কমিটি। সমসাময়িক ক্রিকেটের আইন-কানুনসহ নানা পরিবর্তন ও ক্রিকেটের ভালো-মন্দ নিয়ে সুপারিশ করে আইসিসিকে সুপারিশ করে  এই কমিটি।

আইসিসি সভায় অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন হয় সেসবের। সম্প্রতি ব্যাটের আকার থেকে শুরু করে বদলে যাওয়া বেশ কিছু আইনের সুপারিশ যেমন এসেছিল এই কমিটি থেকেই।

আগামী ৯ ও ১০ জানুয়ারি সিডনিতে প্রথম বৈঠক হবে সাকিবদের কমিটির । পরের সভা হবে আগামী ৬ ও ৭ অগাস্ট, লর্ডসে।

এম আর/এআর