স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ২৫৮ পদে নিয়োগ
প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ৫ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৩৬ পিএম, ৬ অক্টোবর ২০১৭ শুক্রবার
নতুন করে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তর। মোট ২৫৮টি শূন্য পদে বাংলাদেশি প্রকাত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পদসমূহ:
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ফার্মাসিস্ট (৩৬), সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর (০১), সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (০৩), কারা সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (৫৬), কম্পিউটার কাম-অফিস সহকারী (০২), অফিস সহকারী (০৫), ফ্যাক্টরী ওভারসীয়ার (০২), টাল্ক-টেকার (০৬), গাড়ী চালক (৩৮), শিক্ষক (৩৪), ক্যাশিয়ার(০১), মাস্টার দর্জি (১১), দর্জি (১৯), ব্লাকস্মীথ (১২), বুক (০১) বাইন্ডার ইন্সট্রাক্টর (০১), অফিস সহায়ক (০১) পদে এ নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে।
বেতন:
বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগপ্রাপ্তরা ৮ হাজার ২৫০ থেকে ১২ হাজার ৫০০ টাকা স্কেলে মাসিক বেতন ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা কারা অধিদপ্তরের ওয়েবসাইট (www.prison.gov.bd) থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে তা ডাকযোগে বা সরাসরি কারা মহাপরিদর্শক, কারা অধিদপ্তর, ৩০/৩, উমেশ দত্ত রোড, বকশি বাজার, ঢাকা ১২১১ এই ঠিকানা বরাবর অফিস চলার সময়ের মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়:
আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর, ২০১৭ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন: