ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

চাঁদপুরে ট্রলারে অভিযান চালিয়ে ২ হাজার কেজি ওজন বাড়ানোর জেলী মেশানো চিংড়ি জব্দ

প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ১ এপ্রিল ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:৪৭ পিএম, ১ এপ্রিল ২০১৬ শুক্রবার

cost guardচাঁদপুরে বড় ষ্টেশন মাছঘাট, হরিনা ফেরীঘাট ও কিছু ট্রলারে অভিযান চালিয়ে ২ হাজার কেজি ওজন বাড়ানোর জেলী মেশানো চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড। জব্দ করা চিংড়ীর মূল্য প্রায় ১০ লাখ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড এ অভিযান চালায়। প্রতিটি চিংড়ির মাথা এবং খোলশের ভেতর প্রচুর পরিমান জেলী দেখা গেছে। এসব জেলী মানব দেহের জন্যে ক্ষতিকর জেনেও ব্যবহার হচ্ছে মাছের ওজন বাড়াতে। সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জব্দকৃত চিংড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে ইচুলী কোস্টগার্ড সিজি ষ্টেশন এলাকায় মাটিতে পুতে ফেলার নির্দেশ দেন।