ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

একটি বাটির মূল্য ৩৮ মিলিয়ন ডলার!

প্রকাশিত : ১০:০৯ এএম, ৬ অক্টোবর ২০১৭ শুক্রবার | আপডেট: ০৫:২৮ পিএম, ১২ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার

এক হাজার বছরের পুরনো সিরামিকের একটি বাটি ৩৮ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে। ১৩ সেন্টিমিটার বা ৫ ইঞ্চি মাপের নীল ও সবুজ রংয়ের বাটিটি চীনের সং রাজবংশের একটি দুর্লভ সংগ্রহ।

এই দুর্লভ বাটিটি নিলামে তোলেন `সোথেবাই` নামের একটি নিলাম প্রতিষ্ঠান। তাদের দাবি, নিলামে বিক্রি হওয়া বাটিটি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। তবে কে এই বাটিটি কিনেছেন তা জানা যায়নি। ওই ক্রেতা তাঁর নাম প্রকাশে অনিচ্ছুক।

১০ দশটিমক ২ মিলিয়ন ডলার দিয়ে বাটিটির নিলাম ডাকা শুরু হয়। নিলামের ডাক চলে বিশ মিনিট পর্যন্ত। সেটি শেষ পর্যন্ত বিক্রি হয় ৩৮ মিলিয়ন ডলারে।

এর আগে ২০১৪ সালে চীনের মিং রাজবংশের একটি দুর্লভ বাটি ৩৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়। সেটি ক্রয় করেন মি লি নামে এক ব্যক্তি। শখের বশেই দুর্লভ শিল্প সামগ্রী সংগ্রহ করে থাকেন এই শিল্পপতি। এ ধরনের দুর্লভ সিরামিক সামগ্রী চীনে প্রায়ই পাওয়া যায়।

সোথেবাইয়ের প্রধান নিকোলাস চৌ বলেন, বাটিটি এত বেশি দামে বিক্রি হবে তা কল্পনাও করতে পারিনি। তবে নিলামে বড় ধরনের ডাক আসতে পারে এমন ধারণা করেছিলাম। সূত্র: বিবিসি।

 

আর/টিকে