দক্ষিণ আফ্রিকার শুভ সূচনা
প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ৬ অক্টোবর ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:৩৩ পিএম, ৬ অক্টোবর ২০১৭ শুক্রবার
টসে জিতে মুশফিকের ফিল্ডিং নেয়াটা যে ঠিক হয়নি সেটা ইতোমধ্যে প্রমান করেছেন প্রোটিয়া উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগার ও এইডেন মার্করাম। ম্যাঙ্গাউং ওভালের পেস অ্যান্ড বাউন্সি উইকেট কাজে লাগিয়ে মুস্তাফিজ-রুবেল-শুভাশিষরা গতির ঝড় তোলে প্রোটিয়া ব্যাটসম্যানদের ধরাশায়ী করবেন ভেবেই ফিল্ডিং নিয়েছিলেন মুশফিক। কিন্তু এখনো কোনো উইকেটের দেখা পাননি টাইগার বোলাররা। দুই ওপেনারের ব্যাটে স্বাগতিকরা ইতোমধ্যে ভালো সূচনা পেয়ে গেছে।
প্রতিবেদন লেখার সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ বিনা উইকেটে ১০২ রান। আগের ম্যাচে ১৯৯ রানের ইনিংস খেলা বাঁহাতি ডিন এলগার ৬২ ও ডানহাতি মার্করাম ৪০ রানে ব্যাট করছেন।
এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মুশফিকুর রহিম। চারটি পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। চোটের কারণে খেলছেন না তামিম ইকবাল। বাদ পড়েছেন মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম। তাদের জায়গায় দলে ফিরেছেন সৌম্য সরকার, তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও শুভাশিষ রায়।
এমআর/ডব্লিউএন