ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি ভাঙলেন শুভাশিস

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ৬ অক্টোবর ২০১৭ শুক্রবার | আপডেট: ০৮:৩৪ পিএম, ৬ অক্টোবর ২০১৭ শুক্রবার

২৪৩ রানের ওপেনিং জুটি! ভুল দেখছেন না, ব্লুমফন্টেইনে বাংলাদেশের বোলারদের নিয়ে ছেলেখেলা খেলেছে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার। প্রথম ব্রেক থ্রু আসতে সময় লাগল ৫৩.৪ ওভার! সেঞ্চুরিয়ান ডিন এলগারকে (১১৩) মুস্তাফিজুর রহমানের তালুবন্দী করে সেই ব্রেক থ্রু এনে দিলেন তাসকিন আহমেদের স্থলাভিষিক্ত শুভাশিস রায়।

এর আগেই যা করার করে ফেলেছেন দুই প্রোটিয়া ওপেনার। টসে হেরে ব্যাটিংয়ে নেমে টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন ডিন এলগার। পচেফষ্ট্রুম টেস্টে তো ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছেন তিনি। আজ ব্লুমফন্টেইন টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই তিন অংক স্পর্শ করেন তিনি। ১১৬ বলে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি করতে তিনি হাঁকিয়েছেন ১৭টি বাউন্ডারি!

বাংলাদেশি বোলারদের বল নির্বিষ প্রমাণ করে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন তরুণ ওপেনার এইডেন মার্করামও। অভিষেক টেস্টে ৯৭ রানে আউট হওয়ার আক্ষেপ তাকে ক্যারিয়ারজুড়ে ভোগাবে। তবে ওই ইনিংসটিই তার ক্যারিয়ারের ভিত গড়ে দিয়েছিল। আজ ১৪১ বলে তিন অংকে পৌঁছতে হাঁকিয়েছেন ১৬টি বাউন্ডারি। এই রিপোর্ট লেখা পর্যন্ত মার্করাম ১২৬ রানে ব্যাট করছেন।

এই ম্যাচে টাইগার একাদশে এসেছে ৪টি পরিবর্তন। মুস্তাফিজ ছাড়া বদলানো হয়েছে বাকী ৩ বোলার। তবে কোনো লাভ হয়নি। দিনের শুরুতে ব্যক্তিগত ১৬ রানেই একটি দারুণ মাইলফলকে পৌঁছেছেন ওপেনার ডিন এলগার। চলতি বছরে প্রথম ক্রিকেটার হিসেবে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। দ্বিতীয় স্থানে আছেন ভারতের চেতেশ্বর পুজারা (৮৫১)।

আরকে/ডব্লিউএন