দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ, ঝড়-বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর
প্রকাশিত : ০৯:০২ পিএম, ১ এপ্রিল ২০১৬ শুক্রবার | আপডেট: ০৯:০২ পিএম, ১ এপ্রিল ২০১৬ শুক্রবার
দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ দেখা দিয়েছে। এর প্রভাবে আজও ঝড়-বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।
চট্টগ্রাম, পায়রা ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলতে বলা হয়েছে। এদিকে, লঘুচাপের প্রভাবে গতরাত থেকে আজ সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হয়েছে। রাতভর টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে নিচু এলাকায় পানি জমে গেছে। সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।