ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

ইনজুরির কারণে বাদ পড়লেন স্মিথ

প্রকাশিত : ০৪:২৯ পিএম, ৭ অক্টোবর ২০১৭ শনিবার | আপডেট: ০৭:০৪ পিএম, ৭ অক্টোবর ২০১৭ শনিবার

আজ থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ও স্বাগতিক ভারতের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ইনজুরির কারণে এ সিরিজে খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার দলপতি স্টিভেন স্মিথ। কাধে চোট নিয়ে দেশে ফিরে গেছেন টেস্টের এক নম্বর ব্যাটসম্যান স্মিথ। স্মিথের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিবেন বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। স্মিথের জায়গায় টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন অলরাউন্ডার মার্কাস স্টনিস।

ওয়ানডেতে ৪-১ ব্যবধানে হেরে এমনিতেই ভীষণ চাপে রয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। স্মিথের ইনজুরি যেন সেই চাপকে আরো বাড়িয়ে দিল।

উল্লেখ্য যে, ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে চোট পান স্মিথ। পরে আর সেরে উঠতে পারেননি। এদিকে ওয়ানডে সিরিজ জেতা ভারত রয়েছে বেশ ফুরফুরে মেজাজে। পূর্ণ শক্তির দল নিয়েই আজ মাঠে নামবে ভিরাট কোহলিরা। সন্ধা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস ওয়ান।

এমআর/ডব্লিউএন