ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

এফডিসিতে শাকিব-অপু-বুবলী

প্রকাশিত : ০৫:২০ পিএম, ৭ অক্টোবর ২০১৭ শনিবার | আপডেট: ০৩:১২ পিএম, ৮ অক্টোবর ২০১৭ রবিবার

অপু-বুবলীর দ্বন্দ্বের কথা সবারই জানা। এক সময়ের শাকিব-অপুর জুটি এখন শুধুই গল্প। অনেকদিন একসঙ্গে ক্যামেরার সামনে আসেন না এই তারকা জুটি। শাকিব এখন অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন বুবলীকে নিয়ে। আর এতো দিন অপু ব্যস্ত ছিলেন শাকিবের সন্তান জয়কে নিয়ে। কিন্তু আজ (শনিবার) এফডিসির চত্বরে নতুন খবর। একই দিনে শুটিং করছেন শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলী।

তবে একই সিনেমাতে নয়। তারা শুটিং করছেন ভিন্ন ভিন্ন চলচ্চিত্রে।

একদিকে আব্দুল মান্নান পরিচালিত ‘পাংকু জামাই’ছবির শুটিং করেন অপু বিশ্বাস। অন্যদিকে, শাকিব খান ও বুবলী ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং করেন।

‘পাংকু জামাই’ ছবির প্রযোজক মোজাম্মেল হক সরকার জানান, ‘নবাগত সন্তানের জন্য অপু বিশ্বাস এই ছবির শুটিং বাকি রেখেছিলেন। আবারও তিনি ক্যামেরার সামনে দাঁড়ালেন। আজ (শনিবার) তিনি এফডিসিতে শুটিং করছেন। রোববার তিনি পুবাইলে শুটিং করবেন। এই দুদিন শুটিং করা হলে অপু বিশ্বাসের কাজ শেষ হয়ে যাবে। তবে শাকিব খানের কিছু কাজ বাকি থাকবে।’

যদিও ‘পাংকু জামাই’ সিনেমাটিতে অপুর বিপরিতে কাজ করছেন শাকিব। তবে এক সঙ্গে আর কোন দৃশ্যের শুটিং বাকি নেই দুজনের।

দুজনের এক সঙ্গে শুটিং নিয়ে মোজাম্মেল হক সরকার বলেন, ‘শাকিব খান এরই মধ্যে ছবির ডাবিং শেষ করেছেন। ছবিতে শাকিব আর অপু বিশ্বাসের একসঙ্গে শুটিংয়ের কোনো সিক্যুয়েন্স নেই। ছবিতে শাকিব খানের আর মাত্র একটি সিক্যুয়েন্সের কাজ বাকি আছে। কিছুদিনের মধ্যে সেই দৃশ্যের শুটিং আমরা করব।’

অন্যদিকে, শাকিব ও বুবলীর ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং শুক্রবার থেকে এফডিসিতে শুরু হয়েছে। ছবিটি পরিচালনা করছেন উত্তম আকাশ।

উত্তম আকাশ বলেন, ‘আমরা শুক্রবার থেকে ছবির শুটিং শুরু করেছি। আগামী ১২ অক্টোবর পর্যন্ত শুটিং করব। আজ শাকিব-অপু দুজনই শুটিং এ অংশ নিয়েছেন।’

 

এস/এআর