উইকেট বিসর্জনের মিছিলে মুশফিকও
প্রকাশিত : ০৪:২৬ পিএম, ৮ অক্টোবর ২০১৭ রবিবার | আপডেট: ০৬:৫৭ পিএম, ৮ অক্টোবর ২০১৭ রবিবার
ব্লুইমফন্টেইনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনেও ব্যাটিং ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে আসতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রোটিয়া পেসারদের গতি আর বাউন্সে অসহায় হয়ে ৯২ রান তুলতেই প্যাভিলিয়নে ফিরে গেছেন প্রথম সারির চার ব্যাটসম্যান। দেখে মনে হয়েছে একে এক উইকেট বিসর্জন দেওয়ার প্রতিযোগিতায় নেমেছেন ব্যাটসম্যানরা। অধিনায়ক মুশফিকও এর ব্যতিক্রম নন।
ইনিংস পরাজয় এড়াতে এখনো দরকার ৩৩৪ রান। দিনের শুরুতেই পেসার রাবাদার বলে অধিনায়ক ফাফ ডু প্লেসির হাতে ক্যাচ দিয়েছেন ৩রান করা সৌম্য। স্কোরবোর্ডে তখন ১৩ রান। এরপর ১১রান করে সাজঘরে ফিরেন মমিনুল। তিনিও রাবাদার শিকার। দলীয় ৬৩ রানে ফিরেন ভাল খেলতে থাকা ইমরুল কায়েস। কায়েসের ব্যাট থেকে এসেছে ৩২ রান। আর লাঞ্চের ঠিক আগ মুহুর্তে ফিরেছেন টাইগার দলপতি মুশফিকুর রহিম (২৬)। ১৪ রানে ক্রিজে আছে মাহমুদউল্লাহ রিয়াদ।
এর আগে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ৪ উইকেটে ৫৭৩ রানের জবাবে প্রথম ইনিংসে ১৪৭ রানে অলআউট হয়ে ফলোঅনের লজ্জায় পড়ে বাংলাদেশ।
সূত্র : ক্রিকইনফো।
/এমআর/এআর