ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বিজ্ঞান বিষয়ের প্রস্তুতি-২

প্রকাশিত : ১০:৪১ পিএম, ৮ অক্টোবর ২০১৭ রবিবার

১. সৌরকোষের বিদ্যুৎ রাতেরও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে-

ক) ট্রান্সফরমার      খ) জেনারেটর

গ) স্টোরেজ ব্যাটারি    ঘ) ক্যাপাসিটর

২. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ –

ক) একই হয়    খ) বেশি হয়

গ) কম হয়       ঘ) খুব কম হয়

৩) সমুদ্র স্রোতের অন্যতম কারণ-

ক) বায়ু প্রবাহের প্রভাব

খ) সমুদ্রের পানিতে তাপ পরিচালনা

গ) সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য

ঘ) সমুদ্রের ঘূর্ণিঝড়

৪. ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে-

ক) বাতাসের সাহড্যে পরাগ ঝড়ে পড়ে

খ) পাতা দ্বারা স্থানান্তরিত হয়ে

গ) কীটপতঙ্গের সাহায্যে

ঘ) ফুলে ফুলে সংস্পর্শে

৫. সমুদ্রপৃষ্ঠের বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে-

ক) ১০ কিমি    খ) ১০ নিউটন

গ) ২৭ কিমি    ঘ) ৫ কিমি

৬. সর্বপ্রথম যে উফশি ধান এ দেশে চালু হয়ে এখনো বর্তমান রয়েছে তা হলো-

ক) ইরি-৮       খ) ইরি-১

গ) ইরি-২০    ঘ) ইরি-৩

৭. ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন। কারণ এতে-

ক) বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে

খ) সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে

গ) লোহাকে টেম্পারিং করা হয়েছে

ঘ) সব বিজাতীয় দ্রব্য বের করে দেয়া হয়েছে

৮. প্রাকৃতি গ্যাসের প্রধান উপাদন হলো-

ক) নাইট্রোজেন গ্যাস      খ) মিথেন

গ) হাইড্রোজেন গ্যাস      ঘ) কার্বন মনোক্সাইড

৯. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয়-

ক) পরমাণু        খ) ইলেকট্রন

গ) অণু           ঘ) প্রোটন

১০. কাজ করার সামর্থকে বলে-

ক) ক্ষমতা           খ) কাজ

গ) শক্তি             ঘ) বল

১১. রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো-

ক) দর্পণের কাজ করে          খ) আতষী কাচের কাজ করে

গ) লেন্সের কাজ করে          ঘ) প্রিজমের কাজ করে

১২. কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো-

ক) জিপসাম                 খ) বালি

গ) সাজি মাটি                ঘ) চুনাপাথর

১৩. নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো-

ক) পারমাণবিক জ্বালানি            খ) পীট কয়লা

গ) ফুয়েল সেল                      ঘ) সূর্য

১৪. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ-

ক) রান্নার জন্য তাপ নয় চাপও কাজে লাগে

খ) বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়

গ) উচ্চচাপে তরলের স্ফূটনাংক বৃদ্ধি পায়

ঘ) সঞ্চিত বাষ্পের তাপ রান্নায় সহায়ক

১৫. যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো-

ক) লাল, হলুদ, নীল                খ) লাল, কমলা, বেগুনী

গ) হলুদ, সবুজ, নীল              ঘ) লাল, নীল, সবুজ

১৬. জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে, কারণ-

ক) এরা অনেক ছোট হয়       খ) এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে

গ) এরা পানিতে জন্মে        ঘ) এদের পাতা অনেক কম থাকে

১৭. নীচের কোনটি জীবাশ্ম জ্বালানী নয়-

ক) পেট্রোলিয়াম        খ) কয়লা

গ) প্রাকৃতিক গ্যাস      ঘ) বায়োগ্যাস

১৮. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ফিটকিয়ে পড়ি না-

ক) মহাকার্ষ বলের জন্য

খ) মাধ্যকর্ষণ বলের জন্য

গ) আমরা স্থির থাকার জন্য

ঘ) পৃথিবীর সঙ্গে আমাদের আবর্তনের জন্য

১৯. যে বায়ু সবর্দাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তকে বলা হয়-

ক) আয়ন বায়ু              খ) প্রত্যয়ন বায়ু

গ) মৌসুমী বায়ু            ঘ) নিয়ত বায়ু

২০. আমাদের দেহ কোষ রক্ত হতে গ্রহণ করে-

ক) অক্সিজেন ও গ্লুকোজ              খ) অক্সিজেন ও রক্তের আমিষ

গ) ইউরিয়া ও গ্লুকোজ                ঘ) এমাইনো এসিড ও কার্বন ডাইঅক্সাইড

 

উত্তরমালা: ১. গ ২. ক ৩. ক ৪. ক ৫. খ ৬. ক ৭. খ ৮. খ ৯. ক ১০. গ ১১. ঘ ১২. খ ১৩. ঘ ১৪. গ ১৫. ঘ ১৬. খ ১৭. ঘ ১৮. খ ১৯.ঘ ২০. ক