স্বেচ্ছায় নেতৃত্ব ছাড়বেন না মুশফিক
প্রকাশিত : ০৯:৫৩ এএম, ৯ অক্টোবর ২০১৭ সোমবার | আপডেট: ০৮:১১ পিএম, ৯ অক্টোবর ২০১৭ সোমবার
দুই ম্যাচ টেস্ট সিরিজে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টে ৩৩৩ রান এবং দ্বিতীয় ও শেষ টেস্টে এক ইনিংস ও ২৫৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে মুশফিকুর রহিমের দল। সিরিজে জুড়েই সমালোচিত হয়েছেন মুশফিকুর রহিম।
কখনো বা টসে জিতে ফিল্ডিংয়ের জন্য, কখনো নিজের ব্যাটিয়ের জন্য, কখনো বা তার বিতর্কিত মন্তব্যের জন্য। তাই মুশফিকের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে।
শোনা যাচ্ছে তাকে সরিয়ে দেওয়ার গুঞ্জন। বিসিবি সূত্রেও জানা গেছে তার বিকল্প খোঁজার কথা।
এ নিয়ে মুখ খুললেন মুশফিক। বাংলাদেশ টেস্ট অধিনায়ক অবশ্য পুরো ব্যাপারটিই ছেড়ে দিয়েছেন ক্রিকেট বোর্ডের ওপর।
তিনি বলেন, ‘বিসিবি আমায় দায়িত্ব দিয়েছে, সরিয়ে দিলে তারাই সরাবেন, স্বেচ্ছায় সরে যাবো না’।
এক সিরিজের ব্যর্থতায় অধিনায়কত্ব থেকে সরে দাড়াঁনোর কোনো কারণ দেখছেন না মুশি।
বাংলাদেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক মুশফিক বলেন, ‘আমাকে সরানো হবে কি না এই সিদ্ধান্তের ভার বিসিবির ওপর। বোর্ড আমাকে দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছে। আমি সততার সঙ্গে আমার সেরা চেষ্টা করেছি। তারা যদি সন্তুষ্ট না হয় তাহলে সিদ্ধান্ত নিতে পারে।’
বাংলাদেশের পরের সিরিজ শুরু হবে ডিসেম্বরে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে। নতুন অধিনায়ক বেছে নিতে তাই যথেষ্ট সময় আছে বোর্ডের হাতে।
এমআর/এআর