ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

অটিজম নিয়ে সচেতনতা বাড়লেও লোকবল ও জ্ঞানের অভাব রয়ে গেছেঃ সায়মা ওয়াজেদ

প্রকাশিত : ০১:৪২ পিএম, ২ এপ্রিল ২০১৬ শনিবার | আপডেট: ০১:৪২ পিএম, ২ এপ্রিল ২০১৬ শনিবার

অটিজম নিয়ে সচেতনতা তুলনামূলকভাবে বাড়লেও, পরিচর্যার জন্য প্রয়োজনীয় লোকবল ও জ্ঞানের অভাব রয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশের অটিজম উপদেস্টা কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ হোসেন। জাতিসংঘ সদর দফতরে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের আলোচনায় নানা দিকনির্দেশনা দেন তিনি। এছাড়া বাংলাদেশে অটিজম নিয়ে সরকারি ও বেসরকারি পদক্ষেপ ও সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন। জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশ, ইতালি ও ইসরাইলসহ ১১ দেশের অংশগ্রহনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল। বাংলাদেশে অটিজম পরিস্থিতি কি রকমের, তা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। সায়েমা জানান, সরকারের সহযোগিতায় দেশে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা গেলেও, অটিজমে আক্রান্তদের রাতারাতি মূলস্রোতে সম্পৃক্ত করা কষ্টসাধ্য। এজন্য অটিস্টিক শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ও বাবা মায়ের যথাযথ প্রশিক্ষনের উপর জোর দেন। ২০৩০ সালের মধ্যে অটিজমে আক্রান্তদের মূলধারায় আনতে চিকিৎসকদের সচেতন হওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। লক্ষ্য পূরণে আইনের কিছু বাধ্যবাধকতা দূর করার আহবানও জানান তিনি। অটিস্টিক শিশুকে স্বাভাবিক মানুষের মত মর্যাদা দেয়ার আহ্বানও ছিল সায়মা ওয়াজেদের বক্তব্যে।