ইউটিউবে ‘বড় ছেলে’র মাইলফল (ভিডিও)
প্রকাশিত : ০১:২৩ পিএম, ৯ অক্টোবর ২০১৭ সোমবার
ঈদুল আজহার টেলিফিল্ম ‘বড় ছেলে’ ইউটিউবে কোটিবারের বেশি দেখা হয়েছে। আর ‘বড় ছেলে’ এ মাইলফলক অর্জন করেছে মাত্র ১ মাস ৩ দিনে। বাংলা কোনো ভিডিও’র ক্ষেত্রে এর আগে এমনটি দেখা যায়নি।
টেলিফিল্মটি ইউটিউবে আপ করা হয় ৫ সেপ্টেম্বর। এরপর প্রথম দশদিনেই অর্ধ কোটিবারের মতো দেখা হয়।
মিজানুর রহমান আরিয়ানের কাহিনী ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘বড় ছেলে’। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবিন।
সোমবার সকাল পর্যন্ত দেখা হয়েছে ১ কোটি ৩৫ হাজারের বেশিবার। এ সাফল্যে আরিয়ান উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আবারো ধন্যবাদ জানিয়েছেন দর্শকদের।
উল্লেখ্য, রোমান্টিক কিন্তু হৃদয়স্পর্শী গল্পে নির্মিত হয়েছে ‘বড় ছেলে’। এতে দেখানো হয় অপূর্ব একটি মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে। পরিবারের দায়িত্ব পালনের কারণে নিজের ভালোবাসার মানুষটিকে ত্যাগ করতে হয়।
প্রচারের পর ‘বড় ছেলে’ দর্শক মহলে দারুণ সাড়া পায়।
নাটকটি দেখতে ক্লিক করুন এই লিংকে…
https://www.youtube.com/watch?v=eb6mCg1dB0Y
এসএ/