বাণিজ্যে বাড়াতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে মনে করেন বিশিষ্টজনেরা
প্রকাশিত : ০৩:১০ পিএম, ২ এপ্রিল ২০১৬ শনিবার | আপডেট: ০৩:১০ পিএম, ২ এপ্রিল ২০১৬ শনিবার
রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বাণিজ্যে বাড়াতে দক্ষিণ এশিয়ার দেশগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মনে করেন বিশিষ্টজনেরা।
শনিবার সকালে রাজধানীর মেট্রোপলিটন চেম্বার ব্লিল্ডিংয়ে আয়োজিত সংলাপে বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা আর যোগাযোগ বাড়িয়েই এগিয়ে গেছে ইউরোপ। দক্ষিণ এশিয়ার দেশগুলোকেও বাণিজ্যর স্বার্থে সমন্বিত নীতি ও শুল্ক বাঁধা দূর করতে হবে। এতে উপ-আঞ্চলিক দেশগুলোর মধ্যে পণ্যের আমদানি রপ্তানি আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন তারা। তবে এ অঞ্চলে বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে ভারতেই সবচেয়ে বেশি এগিয়ে আসতে বলে মত দেন বক্তারা।