রায় নিজেদের বিপক্ষে গেলেই সেটা রাজনৈতিক ষড়যন্ত্র : কাদের
প্রকাশিত : ০৬:০৯ পিএম, ১০ অক্টোবর ২০১৭ মঙ্গলবার
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আদালতের রায় বিপক্ষে গেলেই সেটা হয়ে যায় রাজনৈতিক ষড়যন্ত্রী। তিনি বলেন, ‘খালেদা জিয়া এবং বিএনপির নেতাদের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা এটা কী সরকারের গ্রেফতারি পরোয়ানা? না আদালতের? আদালতের কোনো আদেশ বা রায় যখন সরকারের বিরুদ্ধে যায় তখন বিএনপির খুশি রাখার জায়গা থাকে না। আবার যখন কোনো আদেশ, কোনো রায় তাদের বিরুদ্ধে যায় তখন তারা আদালত রায়ের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদের অর্থ হচ্ছে, আদালতের রায়কে অমান্য করা।’
মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা টোলপ্লাজায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের আরও বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে যেকোনো ধরনের বিক্ষোভ বা প্রতিবাদ করার অর্থ আদালতকে অমান্য করা। ষোড়শ সংশোধনীর রায় যখন সরকারের বিরুদ্ধে গেল বিএনপির তখন খুশির অন্ত ছিল না। আর যখন তাদের বিরুদ্ধে যায় তখন সেটাকে বলা হয় রাজনৈতিক ষড়যন্ত্র। ষোড়শ সংশোধনী রায় আদালত দিয়েছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও আদালত জারি করেছেন। এখানে রাজনৈতিক কোনো ষড়যন্ত্র নেই।
এমআর/এআর