ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

জয়ের আশা জাগিয়ে হোয়াইটওয়াশ পাকিস্তান

প্রকাশিত : ০৭:৫১ পিএম, ১০ অক্টোবর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৮:০৪ পিএম, ১০ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

 

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে এক পর্যায়ে পাকিস্তানের জয়ের জন্য দরকার ৯২ রান। হাতে আছে ৫ উইকেট। সেঞ্চুরি করা আসাদ শফিকের সাথে উইকেটে তখন ৬৮ রান করা অধিনায়ক সরফরাজ। এই পরিস্থিতিতে পাকিস্তানের জয়টাকে বেশ সহজই মনে হয়েছিল।

কিন্তু না। পাকিস্তানকে নিয়ে অনুমান করাটা বোকামি। নিজেদের ‘আনপ্রেডিক্টেবল’ তকমাটার যথার্থতা প্রমাণ করে পাকিস্তান এই ম্যাচটি হেরে গেছে ৬৮ রানের ব্যবধানে। ফলে শ্রীলঙ্কার কাছে ২-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশের স্বাদ পেলো কদিন আগে আইসিসি চ্যাম্পিয়ন হওয়া পাকিস্তান।

 

পাকিস্তানের হয়ে লড়েছেন দুজনই- টেস্ট স্পেশালিস্ট আসাদ শফিক ও দলপতি সরফরাজ আহমেদ। শফিক করেছেন ১১২ রান ও সরফরাজের ব্যাট থেকে এসেছে ৬৮ রান। লঙ্কানদের পক্ষে ৫ উইকেট নিয়েছেন স্পিনার দিলরুহান পেরেছে।

ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ দুটি পুরস্কারই উঠেছে উদ্বোধনী ব্যাটসম্যান দিমুথ করুণারাত্নের হাতে।

 

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা ৪৮২ ও ৯৬,

পাকিস্তান ২৬২ ও ২৪৮।

সূত্র: ক্রিকইনফো

 

এমআর/টিকে