মানসিক শক্তি জোগাতে রোহিঙ্গা শিশুদের জন্য ‘ড্রামা থেরাপি’
প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ১১ অক্টোবর ২০১৭ বুধবার | আপডেট: ০৫:২১ পিএম, ১২ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার
মানসিক শক্তি যোগাতে অনাথ-অসহায় রোহিঙ্গা শিশুদের জন্য আবারও তিন দিনব্যাপী ‘ড্রামা থেরাপি’র আয়োজন করা হয়েছে। আগামী ১২, ১৩ ও ১৪ অক্টোবর চলবে এই থেরাপি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন এ থেরাপির উদ্যোগ নিয়েছে। একটি দল টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত অনাথ ও অসহায় শিশুদের মাঝে তাদের মানসিক শক্তি জোগানোর লক্ষ্যে এ থেরাপি পরিচালনা করবে।
শিল্পকলা একাডেমির পক্ষ থেকে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ৭ ও ৮ অক্টোবর কুতুপালং, বালুখালী, ঘুমধুম, পালংখালী, থ্যাংখালী ও টেকনাফের উনছিপ্রাংয়ে অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্পে এ থেরাপি দেয়া হয়।
তখন বিভিন্ন খেলাধুলায় অংশ নিয়ে শিশুরা ব্যাপক আনন্দ পায়। শিশুদের এ আনন্দ ক্যাম্পে অবস্থানরত বড়দের মাঝেও সঞ্চারিত হয়। এ সময় তারা এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা লিয়াকত আলী লাকির পরিকল্পনায় এ থেরাপি দেয়া হচ্ছে।
ডব্লিউএন