ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বড় পরাজয়ে এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ

প্রকাশিত : ০২:২১ পিএম, ১২ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৫:১৭ পিএম, ১২ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার

বড় পরাজয়ে এশিয়া কাপ হকি টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে স্বাগতিকরা হেরেছে ৭-০ গোলের বড় ব্যবধানে। 

আসরের অন্যতম ফেভারিট দল পাকিস্তানের সঙ্গে ম্যাচের শুরুতে অবশ্য ভালোই পাল্লা দিয়েছিল বাংলাদেশ। পরে সময় যত গড়িয়েছে, ম্যাচে পাকিস্তানের আধিপত্য তত বাড়তে থাকে। ম্যাচের ১৮ মিনিটে মাহমুদ আবুর পেনাল্টি কর্নার থেকে গোলে করে এগিয়ে যায় পাকিস্তান। এর পর ২৪ মিনিটে ব্যবধান ‍দ্বিগুণ করেন শাকিল আহমেদ। আর ৩৪ মিনিটে আরসলানের গোলে ব্যবধান ৩-০ করে নেয় পাকিস্তান।

৪১ মিনিটে পাকিস্তানকে ৪-০তে এগিয়ে নেন আবু মাহমুদ। আর ৪৭ মিনিটে পঞ্চম গোল করেন শাকিল। ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে ষষ্ঠ গোল করেন রশিদ মেহমুদ। আর শেষ মিনিটে সপ্তম গোলটি করেন মোহাম্মদ কাদির।

অবশ্য এর আগে আসরে শুভসূচনা করেছে ভারত। জাপানকে ৫-১ গোলে হারিয়েছে তারা।

আট জাতির এ টুর্নামেন্টে দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও ওমান অংশ নিচ্ছে। আসরের সবকটি ম্যাচই মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্টিত হবে।

এমআর/ডব্লিউএন