এলইডি লাইটে স্বর্ণের চাকতি
প্রকাশিত : ০৩:২৭ পিএম, ১২ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১২:০০ পিএম, ১৩ অক্টোবর ২০১৭ শুক্রবার
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এলইডি লাইটের ভেতরে করে আনা স্বর্ণের চাকতি আটক করেছে শুল্ক গোয়েন্দারা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহাবুবুল আলম নামে একজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে স্বর্ণের এ চাকতিটি উদ্ধার করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, ওই যাত্রী এলইডি লাইটের ভেতরে লুকায়িত অবস্থায় প্রায় ২৪৮ গ্রাম স্বর্ণের ওই চাকতিটি বহন করে আনছিলেন। স্বর্ণ গলিয়ে এই চাকতিটি বানানো হয়েছে বলে জানায় তারা।
আটক ওই যাত্রী হলেন ফেনীর ছাগলনাইয়ার বাসিন্দা আবদুল গফুরের পুত্র। তার পাসপোর্ট নম্বর বিকে ০৯১২৯৪১। তিনি বুধবার দিবাগত ১১টা ২০ মিনিটে ইকে-৫৮৪ ফ্লাইটযোগে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।
আটক স্বর্ণের বাজারমূল্য প্রায় ১৭ লাখ ৩৫ হাজার টাকা। এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আর/ডব্লিউএন