ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রকাশিত : ০৮:০৯ পিএম, ১২ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১১:১৮ এএম, ১৩ অক্টোবর ২০১৭ শুক্রবার
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ও রাজনীতিক ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আজ বৃহস্পতিবার পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) এ পরোয়ানা জারি করে।
ডন অনলাইনের খবরে বলা হয়, মামলার শুনানির জন্য আদালতে হাজির হতে বারবার ব্যর্থ হওয়া ও এর জন্য লিখিত ক্ষমা না চাওয়ায় পরোয়ানা জারি করা হয়।
ইরমান খানকে গ্রেপ্তার করে আগামী ২৬ অক্টোবর পরবর্তী শুনানিতে হাজির করতে নির্দেশ দিয়েছে ইসিপি। পিটিআই প্রতিষ্ঠাতা সদস্য ও দল থেকে বেরিয়ে যাওয়া রাজনীতিক আকবর এস বাবর তার বিরুদ্ধে আদালত অবমাননা মামলা দায়ের করেন।
পিটিআইয়ের মুখপাত্র নায়েমুল হক জানিয়েছেন, ইসলামাবাদ হাইকোর্টে এ গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে চ্যালেঞ্জ করবে তাদের দল।
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি (অব.) সরদার মুহাম্মদ রাজার নেতৃত্বে মামলার শুনানি শুরু হয়। ইমরান খান হাজির না হওয়ায় শুনানি স্থগিত করে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এর আগে ১৪ সেপ্টেম্বর ইমরান খানের বিরুদ্ধে একই অভিযোগে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইসিপি। তবে ইসলামাবাদ হাইকোর্ট তা স্থগিত করে।
আরকে/ডব্লিউএন