ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

নিলামে কেনা মোটরসাইকেলের ক্ষেত্রে করণীয়

প্রকাশিত : ০৫:৩২ পিএম, ১৩ অক্টোবর ২০১৭ শুক্রবার | আপডেট: ০৫:৩৩ পিএম, ১৩ অক্টোবর ২০১৭ শুক্রবার

পুলিশ বা কাস্টমস্ কর্তৃপক্ষের মাধ্যমে জব্দকৃত গাড়ি আদালতের নির্দেশে আয়োজিত নিলামে যে কেউ অংশ গ্রহণ করতে পারেন। এ নিলাম থেকে কিনতে পারেন আপনার পছন্দের মোটরসাইকেল।

অনেক সময় এই মোটরসাইকেল কেনার পরও কিছু প্রক্রিয়া অনুসরণ না করায় বিপদে পড়তে হয়। রেজিস্ট্রেশনের কোনো কাগজপত্র না থাকায় এ বিপত্তি ঘটছে প্রতিনিয়ত।

নিলামে কেনা মোটরসাইকেলের রেজিষ্ট্রেশের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

যে কোনো নিলাম (থানা, কাস্টমস) এর পেপার কাটিং, সি.এস কপি/ তুলনামূলক বিবরণী, সর্বোচ্চ দরপত্র গ্রহণ, বিক্রয় আদেশ, বিআরটিএ মোটরযান পরিদর্শক কর্তৃক সিসি নির্ধারণ, টাকা জমার রশিদ সমূহ, কাস্টমস অফিসারের মন্তব্য, কাস্টমস অফিসারের ছাড়পত্র, কাস্টমস ডেলিভারী অর্ডার, কাস্টমস ডেলিভারী মেমো, কাস্টমস ডেলিভারী ইনভয়েস, নিলাম ক্রেতার অঙ্গিকারনামা লাগবে। এছাড়া আপনার লাগবে বিক্রেতার ১৫০ টাকার এফিডেভিট, ক্রেতার ১৫০ টাকার এফিডেভিট, টি.ও, টি.টি.ও, বিক্রয় রশিদ, ক্রেতার টি.আই.এন. সার্টিফিকেট, মোটরযান পরিদর্শক কর্তৃক গাড়িটি সরেজমিনে পরিদর্শন, এইচ ফরম পূরণ, পরিচালক (ইঞ্জিঃ) বিআরটিএ এর অনুমোদন, টাকা জমার রশিদ সমূহ। এসব কাগজপত্র বিআরটিএতে জমা দিয়ে রেজিষ্ট্রেশন করা যাবে সহজে।

আর/ডব্লিউএন