আওয়ামী লীগের সভায় ডাকা হয়েছে আইনমন্ত্রীকে: ওবায়দুল কাদের
প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ১৪ অক্টোবর ২০১৭ শনিবার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দুই চিঠি নিয়ে আলোচনা করা হবে। সেখানে আইনমন্ত্রীকে ডাকা হয়েছে।’
আজ শনিবার দুপুরে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকের এ কথা জানান তিনি।
ছুটির আবেদনে অসুস্থতার কথা থাকলেও দেশ ত্যাগের সময় অসুস্থ নন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি (প্রধান বিচারপতি) ছুটি চেয়েছেন, ওটাও লিখিত বিষয়। আর সাংবাদিকদের কাছে বিদেশে যাওয়ার প্রাক্কালে যেটি দিয়েছেন, এটাও লিখিত বিষয়। কাজেই এ দুটি চিঠি নিয়ে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে আমাদের পার্টির কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা কাউন্সিলের যৌথসভা হবে। সেখানে আইনমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। সেখানে আলাপ আলোচনা করে আমরা দলীয় বক্তব্য দেব।’
প্রধান বিচারপতির শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমি তো বললাম যে, অসুস্থতাজনিত কারণ দেখিয়ে যে চিঠি তিনি লিখেছেন, সেটা এবং বর্তমানের বক্তব্য ও চিঠি বিবেচনা করা হবে। যেহেতু আইনমন্ত্রী জোর গলায় বলেছেন তিনি (প্রধান বিচারপতি) অসুস্থতাজনিত কারণে ছুটি চেয়েছেন, সে কারণে তাকে (আইনমন্ত্রী) আমন্ত্রণ জানানো হয়েছে। মিটিংয়ের পর সিদ্ধান্ত হবে।’
এর আগে প্রধান বিচারপতি অসুস্থতার জন্য আইন মন্ত্রণালয়ে ছুটি চেয়ে আবেদন করেছেন বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। এরপর গতকাল শুক্রবার প্রধান বিচারপতি বিদেশে যাওয়ার সময় সাংবাদিকদের দেওয়া লিখিত বক্তব্যে জানান যে তিনি সুস্থ আছেন। এ দুটি বিষয় নিয়ে আলোচনা করতে গণভবনে আজকে সন্ধ্যার সভায় আইনমন্ত্রীকে ডাকা হয়েছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।
এমআর/ডব্লিউএন