ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৪ ১৪৩১

২-১ গোলের ব্যবধানে জয় নিলো রিয়াল মাদ্রিদ

প্রকাশিত : ১০:৪৫ এএম, ৩ এপ্রিল ২০১৬ রবিবার | আপডেট: ১০:৪৫ এএম, ৩ এপ্রিল ২০১৬ রবিবার

Real madrid winনিজের মাঠে এগিয়ে গিয়েও জিততে পারলোনা বার্সেলোনা। নউ কাম্পে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। লা লিগার মৌসুমের প্রথম ক্লাসিকোতে সান্তিয়াগো বের্নাবেউয়ে বার্সেলোনার কাছে ৪-০ গোলে হারের প্রতিশোধও নেওয়া হলো রিয়ালের। প্রথমার্ধে অবশ্য এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পেয়েছিল দুই দলই। বিরতির পর কাম্প নউকে আনন্দে ভাসান জেরার্দ পিকে। তবে রিয়ালও সমতা ফেরাতে সময় নেয়নি। ৬২ মিনিটে দর্শনীয় এক ওভারহেড কিকে বল জালে পাঠান বেনজেমা। ৮০ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে গোল পায়নি রিয়াল। তবে ৮৫ মিনিটে ঠিকই রিয়ালকে এগিয়ে দেন পর্তুগিজ  ফরোয়ার্ড রোনাল্ডো। ৩১ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭৬। ৭ পয়েন্ট পেছনে থেকে তৃতীয় স্থানে আছে রিয়াল।