আইরিশদের ৫ উইকেটে হারালো বাংলাদেশ ‘এ’ দল
প্রকাশিত : ০৬:৪২ পিএম, ১৪ অক্টোবর ২০১৭ শনিবার | আপডেট: ০৯:৩৫ পিএম, ১৫ অক্টোবর ২০১৭ রবিবার
সিলেটে চার দিনের ম্যাচে সফরকারী আয়ারল্যান্ড ‘এ’ দলকে পাঁচ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। চতুর্থ ও শেষ দিনে বাংলাদেশ ‘এ’ দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ১০৫ রান। হাতে ছিল ৮ উইকেট। আজ ব্যাট করতে নেমে দিনের দ্বিতীয় সেশনেই জয় তুলে নেয় নাজমুল হাসান শান্ত’র দল।
১৩২ রানের জয়ের লক্ষে খেলতে নেমে ২ উইকেটে ২৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। চতুর্থ ও শেষ দিনে সাদমান ইসলাম ২৫ ও আল-আমিন জুনিয়র ২৪ রান করে ফিরে গেলেও বাংলাদেশকে বিপদে পড়তে দেননি ইয়াসির আলী ও উইকেটরক্ষক নুরুল হাসান। ৭১ রানের জুটি গড়ে দলকে একেবারে জয়ের কাছাকাছি নিয়ে যান দু’জন। নুরুল হাসান ৩১ রান করে ফিরে গেলেও ৪৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ইয়াসির আলী।
প্রথম ইনিংসে ১০৮ রান করা সাদমান ইসলাম ম্যাচ সেরা নির্বাচিত হন।
স্কোর
আয়ারল্যান্ড ‘এ’ দল: ২৫৫ ও ২১৩
বাংলাদেশ ‘এ’ দল: ৩৩৭ ও ১৩২-৫
কক্সবাজারে ১৭অক্টোবর থেকে শুরু হবে দুদলের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।
সূত্র: ইএসপিএনক্রিকইনফো
এমআর/ডব্লিউএন