ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

নাঈমের ডাবল সেঞ্চুরি

প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ১৪ অক্টোবর ২০১৭ শনিবার | আপডেট: ০৯:৩৪ পিএম, ১৫ অক্টোবর ২০১৭ রবিবার

ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে আছেন নাঈম ইসলাম। ‘ছক্কা নাঈম’ হিসেবে পরিচিত নাঈম ইসলাম যে বড় দৈর্ঘের ম্যাচেও দারুণ পারফরমার তা আবারো প্রমান করলেন।

গতকাল জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের প্রথম দিনেই অপরাজিত ১২০ রান করার পথে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রান পূরণ করেছেন। জাতীয় লিগে লিগে সর্বোচ্চ ১৭ সেঞ্চুরির রেকর্ডও এখন তার দখলে। নাঈম আজ পেয়ে গেলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিও।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৫৫ রানে ৩ উইকেট হারায় রংপুর। এরপরই হাল ধরেন নাঈম ইসলাম ও সোহরাওয়ার্দি শুভ। ২৬৬ রানের অসাধারণ এক জুটি গড়েন এই দুজন। প্রথম দিনই সেঞ্চুরি করে ফেলেন নাঈম এবং সোহরাওয়ার্দি শুভ। ১৪৫ রান করে শুভ ফিরে গেলেও ১২০ রান করে অপরাজিত থেকে যান নাঈম ইসলাম।

দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ইনিংসটাকে আরও লম্বা করে পৌঁছে যান নিজের প্রথম ডাবল সেঞ্চুরিতে। ২১৬ রানে তাইবুর পারভেজের বলে শুভাগত হোমকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন ‍তিনি। ৮ উইকেটে ৫৬০ রানে ইনিংস ঘোষণা করে রংপুর ‍বিভাগ।

এমআর/ডব্লিউএন