ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

প্রথম ওয়ানডেতে নেই ‘কাটার মাস্টার’

প্রকাশিত : ১১:০৮ এএম, ১৫ অক্টোবর ২০১৭ রবিবার

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। কিম্বার্লিতে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হওয়া সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে খেলতে পারছেন না বাংলাদেশ পেস আক্রমণের মূল ভরসা মুস্তাফিজুর রহমান। অনুশীলনের সময় গোড়ালিতে চোট পেয়েছেন তিনি।

প্রধান নির্বাচক ও ম্যানেজার মিনহাজুল আবেদীন জানিয়েছেন, অনুশীলনের সময় মোস্তাফিজের গোড়ালি মচকে যায়। আগামীকাল (রবিবার) সে খেলবে না। সিরিজের বাকি সময় কী হবে এটা এখনই বলতে পারছি না। যখন আমরা কেপ টাউনে যাব, তখন আরও বেশি কিছু জানা যাবে। এখনও স্ক্যান করা হয়নি।

দুই বছর আগে ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বল হাতে মূল ভূমিকা পালন করেছিলেন ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজ।

সূত্র: ইএসপিএনক্রিকইনফো

এমআর/এআর