তনুর খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
প্রকাশিত : ০১:১৯ পিএম, ৩ এপ্রিল ২০১৬ রবিবার | আপডেট: ০১:১৯ পিএম, ৩ এপ্রিল ২০১৬ রবিবার
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সকালে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুচ আলী আকন্দ। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চে সোমবারের কার্যতালিকায় আবেদনটি থাকবে বলে জানিয়েছেন ইউনুছ আলী। আবেদনে হত্যার তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন, পরিবারকে হয়রানি না করা ও ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়াসহ নারীদের নিরাপত্তা বিধানের নির্দেশনা চাওয়া হয়েছে। আবেদনে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র সচিব-সহ ৮ জনকে। গত ২০ মার্চ রাতে কুমিল্লা ক্যান্টনমেন্টের অলিপুর এলাকার কালা ট্যাংকি সংলগ্ন জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়।