ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

আমদানি বন্ধ হওয়ায় বাজারে বেড়েছে লবণের দাম

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০১:৪৪ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৬ বৃহস্পতিবার

বিদেশ থেকে আমদানি বন্ধ হওয়ায় বাজারে বেড়েছে লবণের দাম। দীর্ঘদিন পর কক্সবাজার লবণ শিল্পে ফিরে এসেছে চাঙ্গাভাব। লবণ চাষীদের মুখে ফুটেছে হাসি। এ বছর রেকর্ড পরিমাণ লবণ উৎপাদনে আশাবাদী চাষীরা। দেশের একমাত্র লবণ উৎপাদনকারী জেলা কক্সবাজার। জেলা সদর, রামু, টেকনাফ, চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায় লবণ চাষযোগ্য জমি প্রায় ৭৪ হাজার হেক্টর। চলতি মৌসুমে প্রায় ৭০ হাজার হেক্টর জমিতে লবন চাষ শুরু হয়েছে পুরোদমে। গেলো বছর যে লবণ প্রতি মণ ১শ’ ৭০ টাকা বিক্রি হতো, তা চলতি বছরে মাঠ পর্যায়ে বিক্রি হচ্ছে ৪শ’ ৬০ টাকা দামে। লবণের ভাল দাম পাচ্ছেন চাষীরা। এ কারণে লবণ চাষের বাইরে থাকা জমিগুলোও চাষের আওতায় নিয়ে আসছেন তারা। ভালো দাম পাওয়ায় চাষীরা লবণ চাষে উৎসাহী হচ্ছেন বলে জানালেন স্থানীয় বিসিক কর্মকর্তা।  গেলো মৌসুমের তুলনায় ২০১৫-২০১৬ অর্থবছরে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রাও বেশি বলে জানান তিনি। লবণ উৎপাদন বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে, দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানী করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।