ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

দেশে আয় বৈষম্য কমিয়ে ‘বাহাদুরি’ নিতে চান বলে মন্তব্য অর্থমন্ত্রীর

প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ৩ এপ্রিল ২০১৬ রবিবার | আপডেট: ০৩:৪৭ পিএম, ৩ এপ্রিল ২০১৬ রবিবার

দেশে আয় বৈষম্য কমিয়ে ‘বাহাদুরি’ নিতে চান বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী বাজেটে রাজস্ব আদায় বাড়াতে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার বা ইসিআর মেশিন বাধ্যতামূলক করা হবে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সদস্যদের সাথে মতবিনিময়ে এসব বলেন অর্থমন্ত্রী। আগামী অর্থবছরের বাজেট প্রণয়নে এরই মধ্যে সংশ্লিস্ট বিভিন্ন পক্ষের মতামত নিচ্ছেন অর্থমন্ত্রী। এরই ধারাবাহিকতায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ সদস্যদের সাথে এই মতবিনিময়। আগামী বাজেট কেমন হতে পারে তা সাংবাদিকদের জানান অর্থমন্ত্রী। ব্যাংকিংখাতে যেসব অনিয়মের ঘটনা ঘটেছে সেজন্য একাধিক তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। আর কোম্পনির আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা আনতে আগামী বছর গঠন করা হবে ‘ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, দেশে আয়-বৈষম্য বেড়েছে। এটা কমিয়ে আনতে আগামী বাজেটে বিশেষ গুরুত্ব দেয়া হবে। সংগঠনের সভাপতি সাইফ ইসলাম দিলালের সঞ্চালনায় বৈঠকে ইআরএফ প্রতিনিধিরা পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের ক্ষেত্রে এক্সপোজারের সংজ্ঞা পরিবর্তন, বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ওপর আরোপিত কর বৃদ্ধি ও  মানবসম্পদ উন্নয়নে কর্মমুখী শিক্ষায় বরাদ্দ বাড়ানোসহ বেশকিছু সুপারিশ তুলে ধরেন।