ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

রোহিঙ্গা ইস্যু

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বৈঠক আজ

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ১৬ অক্টোবর ২০১৭ সোমবার

মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কট নিয়ে ইওরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আজ ব্রাসেলসে এক বৈঠকে মিলিত হবেন । মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করার লক্ষে এ বৈঠক অনুষ্টিত হবে বলে জানা গেছে ।

এ বিষয়ের ওপর একটি যৌথ ইশতেহারের খসড়া ইতোমধ্যে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ফাঁস হয়েছে। এতে বলা হচ্ছে, মিয়ানমারের শীর্ষ সামরিক অধিনায়কদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করা হবে। মিয়ানমারের ওপর আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞার প্রতি ইউরোপ সমর্থন জানাবে বলেও সেখানে বলা হয়েছে।

কিন্তু প্রশ্ন হলো ইওরোপীয় নেতারা মিয়ানমারের সরকারের ওপর কতখানি চাপ প্রয়োগ করতে পারেন? এবং নেপিড`র সরকারের ওপর তারা কতখানি প্রভাব ফেলতে পারেন।

সূত্র:বিবিসি

এম/এআর