ভিন্নরূপে আসছেন পরীমনি
প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ১৭ অক্টোবর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৩:৫৯ পিএম, ১৭ অক্টোবর ২০১৭ মঙ্গলবার
বিজয় দিবস উপলক্ষে আগামী ১৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে মালেক আফসারী পরিচালিত ছবি ‘অন্তরজ্বালা’। ছবিতে একেবারেই ভিন্নরূপে দেখা যাবে সময়ের হিট নায়িকা পরীমনিকে।
ছবিতে পরীর চরিত্র নিয়ে মালেক আফসারী বলেন, ‘পরীমনির মতো গ্ল্যামারাস নায়িকাও আমার ছবিতে খুব সাধারণভাবে নিজেকে চরিত্রের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছে। আমি তাকে ধন্যবাদ দিতে চাই, পরিচালক হিসেবে যেভাবে চেয়েছি, তার পুরোটাই দিতে পেরেছে পরী। সে কতটা গুণী অভিনেত্রী, তা ছবিটি দেখলেই দর্শক বুঝতে পারবে।’
তিনি আরও বলেন, ‘আমি দুইশত ভাগ মনোবল নিয়ে বলছি, দর্শক ছবিটি পছন্দ করবে। এই ছবিতে আমি সুন্দর একটি গল্প দিয়েছি, শিল্পীদের নিয়ে অভিনয় করিয়েছি। এখানে কোনো নায়ক-নায়িকা নেই, আছে শিল্পীদের শক্তিশালী অভিনয়। আমি যাকে যেভাবে প্রযোজন, সেভাবে তৈরি করে পর্দায় উপস্থাপন করেছি। যা দর্শক পছন্দ করবে।’
আফসারী বলেন, ‘এই ছবিটি আমরা ১৫ ডিসেম্বর মুক্তির জন্য ঠিক করেছি। এই ছবি দিয়ে আমাদের চলচ্চিত্রের আরেকটি বিজয় আসবে বলে আমি মনে করি। কারণ, এখন সবাই ধরেই নিয়েছে যে কলকাতার শিল্পী টেকনিশিয়ান দিয়ে ছবি নির্মাণ না করলে তা ভালো হবে না। আমি এই ছবিতে শুধু বাংলাদেশের শিল্পী, টেকনিশিয়ান দিয়ে ছবিটি নির্মাণ করেছি।’
‘অন্তরজ্বালা’ ছবির কাহিনী রচনা করেছেন পরিচালক মালেক আফসারী। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তিনি নিজেই। সংগীত পরিচালনা করেছেন এস আই টুটুল। ছবিটি প্রযোজনা করছে জেড কে মুভিজ।
এসএ/এআর