প্রধান বিচারপতির স্ত্রীও অস্ট্রেলিয়া গেলেন
প্রকাশিত : ০৯:৪৫ এএম, ১৮ অক্টোবর ২০১৭ বুধবার
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার স্ত্রী সুষমা সিনহাও অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটে একই ফ্লাইটে প্রধান বিচারপতি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
উল্লেখ্য, বিভিন্ন শারীরিক জটিলতার কথা বলে ৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত এক মাসের ছুটি নেন প্রধান বিচারপতি এসকে সিনহা। পরে গত ১০ অক্টোবর আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো এক চিঠিতে এসকে সিনহা জানান, তিনি ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিদেশে অবস্থান করতে চান।
আর/এআর