ভারতে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ
প্রকাশিত : ০১:৫৮ পিএম, ৪ এপ্রিল ২০১৬ সোমবার | আপডেট: ০১:৫৮ পিএম, ৪ এপ্রিল ২০১৬ সোমবার
ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এ ভোটে প্রধান লড়াই হবে তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোট প্রার্থীর মধ্যে।
পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ার জঙ্গল অধ্যুষিত এলাকার ১৮টি আসনে ১৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পর্বে মোট ভোটারের সংখ্যা ৪০ লাখ ৯ হাজার ১৭১ জন। এই তিন জেলা মাওবাদী প্রভাবিত বলে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ১২৬ আসন বিশিষ্ট আসাম বিধানসভারও প্রথম দফায় ৬৫ আসনে ভোট গ্রহন হচ্ছে। আসামে লড়াই হচ্ছে কংগ্রেস, বিজেপি, আসাম গণ পরিষদ এবং বোরোল্যান্ড পিপলস ফ্রন্টের মধ্যে।