ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বঙ্গবন্ধুর ব্যক্তিগত সচিব নুরুল ইসলাম অনু আর নেই

প্রকাশিত : ০২:১৭ পিএম, ১৮ অক্টোবর ২০১৭ বুধবার | আপডেট: ০২:২০ পিএম, ১৮ অক্টোবর ২০১৭ বুধবার

ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান এ এম নুরুল ইসলাম অনু আর নেই। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি দুই সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।   

নুরুল ইসলাম অনু মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১৪ ডিসেম্বর ১৯৩৯ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শেষে ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ১৯৬৩ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সচিব ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু যখন প্রেসিডেন্ট হন তখন তিনি যুগ্ম সচিব হিসেবে নিয়োগ পান।  

পরবর্তীতে তিনি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে তিনি ব্যাংক এশিয়ায় যোগ দেন। তিনি ব্যাংকটির অডিট কমিটি ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। নুরুল ইসলাম অনু একজন প্রথিতযশা কলামিস্ট ছিলেন। বিভিন্ন জাতীয় দৈনিকে তিনি লেখালেখি করেছেন। অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক এশিয়া তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তার বিদেহী আত্মার জন্য মাগফিরাত কামনা করেছে।

 

সংবাদ বিজ্ঞপ্তি।

 

/ এআর /