মহিলাবিষয়ক অধিদফতরে ৮৫২ প্রশিক্ষক নিয়োগ
প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ১৮ অক্টোবর ২০১৭ বুধবার | আপডেট: ১২:৪৫ পিএম, ২১ অক্টোবর ২০১৭ শনিবার
সরকারের মহিলাবিষয়ক অধিদফতর জনবল নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটি ১০টি ট্রেডে প্রশিক্ষক নেবে। ট্যুরিস্ট গাইড, ফ্যাশন ডিজাইন, সেলসম্যানশিপ, বিউটিফিকেশন সহ বিভিন্ন ট্রেডে এই নিয়োগ দেওয়া হবে। এই লক্ষ্যে বিভিন্ন জাতীয় দৈনিকে আবেদন চেয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কারিগরি দিকে ক্যারিয়ার গড়ায় আগ্রহ থাকলে আপনিও আবেদন করতে পারেন এসব পদে। চূড়ান্ত নিয়োগপ্রাপ্তদেও জন্য থাকছে আকর্ষণীয় বেতন। আবেদনের আগে বিজ্ঞপ্তিতে চোখ বুলিয়ে নিন একবার। মিলিয়ে নিন যোগ্যতার মাপকাঠি।
যেসব ট্রেডে নিয়োগ
মহিলা বিষয়ক অধিদফতরের ‘উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষণ’ প্রকল্পের আওতায় ফ্রন্ট ডেস্ক ম্যানেজমেন্ট, ট্যুরিস্ট গাইড, ফ্যাশন ডিজাইন, সেলসম্যানশিপ, ভারমিন কম্পোস্ট, বিউটিফিকেশন, ব্লক বাটিক, টেইলরিং, শতরঞ্জি মেকিং, ক্রিস্টাল শোপিস তৈরি, ডেকোরেটেড ক্যান্ডেল মেকিং ও উলেন ড্রেস, মাশরুম অ্যান্ড অ্যাপিকালচার ট্রেডে এসব প্রশিক্ষক নেওয়া হবে। এক বছরের জন্য এসব নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে।
কোথায় ও কতজন
সারাদেশের ৪২৬ টি উপজেলায় দু’জন করে মোট ৪২৬টি উপজেলায় মোট ৮৫২ জনকে নিয়োগ দেবে মহিলা বিষয়ক অধিদফতর। বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে http://www.dwa.gov.bd/site/notices/bc7bd835-a4a7-46b7-ba38-cadcff54aabb লিংকে।
আবেদনের যোগ্যতা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকলে আবেদন করা যাবে প্রশিক্ষক পদে। থাকতে হবে সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা।
আবেদনে বয়সসীমা
৩০ অক্টোবর ২০১৭ তারিখে আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ৩০ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের জন্য বয়সসীমা ৩২ বছর। দেশের যেকোনো উপজেলায় প্রশিক্ষক পদে আবেদন করা যাবে।
আবেদনের নিয়ম
আবেদন ফরম পাওয়া যাবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় www.mowca.gov.bd এবং মহিলাবিষয়ক অধিদফতরের www.dwa.gov.bd ওয়েবসাইটে। এ-৪ সাইজের কাগজে ফরম প্রিন্ট করে নির্দেশনা অনুসারে পূরণ করে জমা দিতে হবে। আবেদন করা যাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাকরির এক পাতার নির্ধারিত ফরমেও। প্রতি উপজেলায় নেওয়া হবে দুটি করে ট্রেডের প্রশিক্ষক। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে ট্রেডের নাম জানা যাবে। পরে প্রকল্প পরিচালক বরাবর লেখা আবেদনপত্র জমা দিতে হবে সংশ্লিষ্ট উপজেলার মহিলাবিষয়ক কর্মকতার কার্যালয়ে। খামের ডান পাশে পদের নাম, উপজেলা ও জেলার নাম লিখতে হবে। কোটায় আবেদন করলে খামের ওপর তা উল্লেখ করতে হবে। চাকরিরতদের আবেদন করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে। আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে শিক্ষা সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ ও নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি। লাগবে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ফি বাবদ ১০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে প্রকল্প পরিচালক (আইজি), ঢাকা বরাবর জমা দিতে হবে। ১-৩০২১-৫০০৪-২০৩১ কোডে টাকা জমা দিয়ে চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
আবেদনের সময়সীমা
এরইমধ্যে শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। আবেদনের শেষ তারিখ ৩০ অক্টোবর।
বেতন ও সুযোগ-সুবিধা
প্রশিক্ষকরা এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন। এসময় মাসিক ১৫৬৫০ টাকা বেতন পাবেন। নিয়োগ এক বছরের জন্য হলেও মহিলাবিষয়ক অধিদফতর প্রয়োজন মনে করলে প্রকল্পের মেয়াদ বাড়াতে পারে। তখন বাড়তে পারে নিয়োগ চুক্তির মেয়াদও।
নিয়োগ প্রক্রিয়া
মহিলা বিষয়ক অধিদফতরের প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে আলাপকালে জানা গেছে, প্রথমে আবেদনপত্র যাছাই-বাছাই করা হবে। প্রতিটি উপজেলায় মহিলাবিষয়ক কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বোর্ডের সিদ্ধান্ত অনুসারে নেওয়া হবে নিয়োগ পরীক্ষা। পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়োগ দেওয়া হবে। তবে দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার থাকবে।
পরীক্ষার ধরন ও প্রস্তুতি
পরীক্ষা হবে নিজ উপজেলায়। সারা দেশে একযোগেও হতে পারে পরীক্ষা, আবার হতে পারে ভিন্ন সময়েও। পরীক্ষার দিনক্ষণ মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার ধরন এখনো চূড়ান্ত না হলেও মৌখিক ও লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাই প্রস্তুতি নিতে হবে দুটির জন্যই। লিখিত পরীক্ষার জন্য মৌলিক বিষয়াবলীতে প্রস্তুুতি নিতে হবে। সঙ্গে নেওয়া হতে পারে ট্রেড সংশ্লিষ্ট ব্যবহারিক বা টেকনিক্যাল পরীক্ষাও।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে দিতে হবে মৌখিক পরীক্ষা। সেখানে দেখা হবে প্রার্থীর বুদ্ধিমত্তা, ধৈর্য, দায়িত্বশীলতা ও সংশ্লিষ্ট পদের কাজ সম্পর্কে জ্ঞান।
যেসব বিষয়ে এখন থেকেই প্রস্তুতি
মহিলা অধিদফতরে উল্লেখিত ট্রেডগুলোয় ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের জানতে হবে সংশ্লিষ্ট ট্রেডের কাজের আদ্যোপান্ত। যেমন- ট্যুরিস্ট গাইড ট্রেইনার পদে জানতে হবে সুন্দরভাবে কথা বলার কৌশল, থাকতে হবে দর্শনীয় স্থান সম্পর্কে জ্ঞান, বিভিন্ন পরিস্থিতিতে উপস্থিত বুদ্ধি খাটানোর কৌশল, ধৈর্য ও সহনশীলতা, ভৌগোলিক ও সাধারণ জ্ঞান। ব্লক-বাটিক প্রশিক্ষক পদের জন্য জানতে হবে কাপড়ে ব্লক-বাটিক পদ্ধতি, রং ও কেমিক্যাল মেশানো, কাপড় তৈরির নানা কৌশল। ফ্রন্ট ডেস্ক ম্যানেজমেন্ট পদে প্রশিক্ষক হিসেবে আবেদন করলে জানতে হবে টেলিফোনে অভ্যর্থনা জানানোর কৌশল, চেক ইন, চেক আউট, বিল, হিসাব ও রেকর্ড সংরক্ষণসহ ফ্রন্ট ডেস্ক-সংক্রান্ত যাবতীয় কাজ।
বিস্তারিত জানতে
যোগাযোগ করা যাবে প্রতিটি উপজেলার মহিলাবিষয়ক কার্যালয়ে। মহিলাবিষয়ক অধিদফতর, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ৩৭/৩ ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা—এই ঠিকানায়ও যোগাযোগ করা যাবে।