খালেদা জিয়া আদালতে যাবেন কাল
প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ১৮ অক্টোবর ২০১৭ বুধবার | আপডেট: ০৩:৫৪ পিএম, ১৮ অক্টোবর ২০১৭ বুধবার
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে আজ বিকালে দেশে ফিরছেন। দেশে ফিরে কাল বৃহস্পতিবার জামিন নেওয়ার জন্য আদালতে যাবেন। বিএনপি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
খালেদা জিয়ার বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বাসে পেট্রলবোমা হামলার মামলায় গত ৯ অক্টোবর বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালত। এ ছাড়া ১২ অক্টোবর তার বিরুদ্ধে ঢাকায় দুটি আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বুধবার বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন বলেন, আজ খালেদা জিয়া ঢাকায় আসছেন। তিনি আগামীকাল তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করবেন।
রাজনৈতিক কারণেই খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানায় বিএনপি। অপরদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ ব্যাপারে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ দিকে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৩টা ১৫ মিনিট) খালেদা জিয়াকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের বিমানটি (ইকে-৫৮৬) হিথ্রো বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে ছাড়ে। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় ফ্লাইটটি দুবাই বিমানবন্দরে পৌঁছে। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় খালেদা জিয়াকে বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশে রওনা দেবে। বিকেল সোয়া ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।
আর/এআর