ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

আরো শিরোপা চান শারাপোভা

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ১৯ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার

ডোপিং কেলেঙ্কারিতে ১৫ মাসের নির্বাসন কাটিয়ে কোর্টে ফিরেছেন রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা। ফিরেই জয় করে নিয়েছেন চীনের তিয়ানজিন ওপেনের শিরোপা। নির্বাসন থেকে ফিরে প্রথম শিরোপা জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে মারিয়া শারাপোভার। সাবেক একনম্বর চান এ সাফল্য আগামী কয়েকটা টুর্নামেন্টে ধরে রাখতে।

চীনে তিয়ানজিন ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পরে শারাপোভা বলেছিলেন, ”এখানে এসে চ্যাম্পিয়ন হওয়াটা অবশ্যই বিশাল ব্যাপার। তবে আমি এখানেই থেমে থাকতে চাই না। এ মৌসুম সফলভাবে শেষ করতে চাই।”

চীনে সাফল্যের পর এবার শারাপোভা নামছেন মস্কোয় ক্রেমলিন কাপে। যেখানে ২০০৭ সালের পর থেকে আর খেলেননি শারাপোভা। শারাপোভা বলেন, ”আমি মনে করতে পারছি না শেষ কবে পরপর তিনটি টুর্নামেন্ট খেলেছিলাম। আমি নিজের সেরাটা দিতে তৈরি। জানি ওখানেও আমার জন্য অনেক ভক্ত অপেক্ষা করে থাকবে।”

 

সূত্র: দ্য ন্যাশনাল

এমআর/এআর