ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

রিজার্ভের চুরি হওয়া অর্থের ৮ লাখ ৩০ হাজার ডলার ফেরত

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ৪ এপ্রিল ২০১৬ সোমবার | আপডেট: ০৪:০৭ পিএম, ৪ এপ্রিল ২০১৬ সোমবার

BB Interpoleবাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থের মধ্যে আরো ৮ লাখ ৩০ হাজার ডলার ফেরত দিয়েছে ফিলিপাইনের ব্যবসায়ী কিম অং। সোমবার তার আইনজীবীর মাধ্যমে এই অর্থ ফেরত দেন ব্যবসায়ী ও ক্যাসিনোর জাংকেট অপারেটর কিম অং। তবে অর্থ গণনার সময় ১ হাজার ফিলিপাইনী পেসো জাল নোট পাওয়া যায়, পরে যা পরিবর্তন করে দেয়া হয়।  এদিকে অর্থ চুরির ঘটনায় জড়িত অন্যতম সন্দেহভাজন দুই চীনা ব্যবসায়ী গাও সুহুয়া ও ডিং ঝিজেকে ধরতে গোয়েন্দা সংস্থা ইন্টারপোলের সহায়তা চেয়েছে ফিলিপাইনের সিনেট কমিটি। আগামী কাল সিনেট কমিটির শুনানিতে নতুন তথ্য বের হয়ে আসবে এমন আশা প্রকাশ করেছেন দেশটির সিনেট কমিটির ব্যাংক ও অর্থ বিষয়ক প্রধান সার্জিও অসমেনা।