বিচারকদের জন্য ৪০ দফা আচরণবিধি যুগান্তকারীঃ আইন বিশেষজ্ঞরা
প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ৪ এপ্রিল ২০১৬ সোমবার | আপডেট: ০৬:৫৯ পিএম, ৪ এপ্রিল ২০১৬ সোমবার
বিচারকদের জন্য ৪০ দফা আচরণবিধিকে যুগান্তকারী বলেছেন আইন বিশেষজ্ঞরা। ব্যতিক্রমী মামলা ছাড়া রায় ঘোষণার ছয় মাসের মধ্যে বিচারককে পূর্ণাঙ্গ রায়ে সই করার বিধানকেও সঠিক পদক্ষেপ বলেই মনে করছেন তারা। আইনবিদরা বলছেন, সুবিচার নিশ্চিত করা এবং বিচার বিভাগের প্রতি বিচারপ্রার্থীদের আস্থার জন্য আচরন বিধি সংশোধন একটি যুগান্তকারী ঘটনা।
বিচারকদের জন্য পালনীয় ৪০ দফা আচরণবিধি তুলে ধরে গতকালই পূর্নাঙ্গ রায় প্রকাশ করেন সর্বোচ্চ আদালত। রায়ে আদালত বলেন, বিচারাধীন মামলার বিষয়বস্তু নিয়ে বিচাপতিরা জনসমক্ষে মন্তব্য করতে পারবেন না। আর এই নির্দেশনাসহ আরও ৪০ ধরনের আচরনবিধি সংশোধন করে দেয়া নির্দেশনাগুলোকে সাধুবাদ জানান আইনবিদরা।
রায়ের ৪০ দফা আচরণবিধি অবশ্যই মানতে হবে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা।
এই রায় কার্যকর হলে বিচারপতি নিয়োগে স্বচ্ছতা আসবে বলে মন্তব্য করেন এই আইনবিদ।
২০০৪ সালের ২০ এপ্রিল হাইকোর্টের অতিরিক্ত বিচারপতির পদ থেকে শাহিদুর রহমানকে অপসারণের আদেশ দেয়া হয়। পরে এ আদেশ হাইকোর্ট অবৈধ ঘোষণা করলে আপিল করেন আইনজীবী ইদ্রিসুর রহমান। গত বছরের ১৬ সেপ্টেম্বর হাইকোর্টের রায় বাতিল করে রাষ্ট্রপতির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।