ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

পানি ছোড়া উৎসব

প্রকাশিত : ১১:২৫ এএম, ২০ অক্টোবর ২০১৭ শুক্রবার | আপডেট: ০৩:৩৬ পিএম, ২০ অক্টোবর ২০১৭ শুক্রবার

বিশ্বে প্রতিদিনই পালন করা হচ্ছে ব্যতিক্রমী ও মজার নানা রকম উৎসব। উৎসবগুলোর মধ্যে আর্মেনিয়ার ‘পানি ছোড়া` উৎসব বেশ জনপ্রিয়। সম্প্রতি আর্মেনিয়রা ব্যাপক উৎসাহের সঙ্গে এ উৎসব পালন করেছে।

আর্মেনিয়ায় এ `পানি ছোড়া` উৎসব শত বছরের পুরনো। কেবল স্থানীয়রাই নয়, ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে এ জলকেলি উপভোগ করেন পর্যটকরাও।

এ উৎসব পালন করার জন্য ঘর ছেড়ে বাইরে বের হয়ে এসেছে নগরবাসী। যে যেভাবে পারছে পানি ছুড়ছে একে অপরের দিকে। কেবলই কি গরম থেকে রেহাই পেতে? না, ‘পানি ছোড়া’ উৎসব উপলক্ষেই এ ভিন্নধর্মী আয়োজন।

প্রতি বছর খ্রিস্ট ধর্মাবলম্বীদের অর্থডক্স ইস্টারের ৯৮ দিন পর আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান শহরে এ উৎসব আয়োজন করা হয় খরা থেকে বাঁচতে ও শস্য দেবীকে সন্তুষ্ট করতে।

এম/ডব্লিউএন