ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

অবৈধ হয়ে যাওয়া প্রায় ৮০ হাজার বাংলাদেশীকে ফেরত পাঠাবে ইইউ

প্রকাশিত : ০৭:১১ পিএম, ৪ এপ্রিল ২০১৬ সোমবার | আপডেট: ০৭:১১ পিএম, ৪ এপ্রিল ২০১৬ সোমবার

ইউরোপের বিভিন্ন দেশে অবৈধ হয়ে যাওয়া প্রায় ৮০ হাজার বাংলাদেশীকে ফেরত পাঠানোর কথা জানিয়েছে ইউরোপিয় ইউনিয়ন। তবে এসব অভিবাসী বাংলাদেশী কি না এ বিষয়ে প্রমাণ চেয়েছে বাংলাদেশ। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সংগে ইউরোপিয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের আলোচনায় বিষয়টি উঠে আসে। সিরিয়া থেকে জার্মানে অভিবাসন প্রত্যাশী পরিবারের সন্তান আইলান কুর্দির সলিল সমাধিকে কেন্দ্র করে সারা পৃথিবীতে অভিবাসন বিষয়টি জোরালোভাবে উঠে এসেছে। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেল ইইউভুক্ত ২৮টি দেশের মধ্যে অভিবাসীদের বণ্টন করে দেয়ার প্রস্তাব করলেও পূর্ব ইউরোপের অনেক দেশ তাতে আপত্তি জানায়। ফলে বেড়ে যায় অভিবাসন সঙ্কটের গভীরতা। এ অবস্থায় ব্যাপকসংখ্যক অভিবাসী ইউরোপে প্রবেশে বড় ধরণের বিতর্কের জন্ম দিয়েছে।  সোমবার সচিবালয়ে ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধি দল জানায় বিভিন্ন কারনে বাংলাদেশের অভিবাসীরা বৈধতা হারিয়েছেন। গোটা ইউরোপ জুড়ে প্রায় আড়াই লাখ বাংলাদেশী আছেন উল্লেখ করে ইইউ প্রতিনিধি দলের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী জানতে চান অবৈধরা বাংলাদেশী কী না? তবে দ্বিপাক্ষিক এ আলোচনায় বৈধতা নিয়ে বিতর্ক ইউরোপে অভিবাসনের ক্ষেত্রে কোন প্রভাব ফেলবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।