ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বলিউডের যে ছবিগুলো ১০০ কোটির ক্লাবে!

প্রকাশিত : ১১:৫৩ এএম, ২১ অক্টোবর ২০১৭ শনিবার | আপডেট: ০৪:৩৩ পিএম, ২১ অক্টোবর ২০১৭ শনিবার

বলিউডে সিনেমা মুক্তি মানেই ১০০ কোটির ক্লাবে পৌঁছানোর টার্গেট। অনেক সময় এই টার্গেট আরও অনেক বেশি থাকে। পূরণও হয় মাঝে মাঝে। দেখা যায় টার্গেট পূরণ করে পূর্বের রেকর্ডও ভেঙে ফেলে কোনো কোনো সিনেমা। সিনেমা বোদ্ধাদের নজরও থাকে এই দিকে। বলিউডে ১০০ কোটির ক্লাবে যেসব সিনেমা ইতিমধ্যে জায়গা করে নিয়েছে তার মধ্য থেকে কিছু সিনেমার খবর নিয়ে তৈরি করা হয়েছে প্রতিবেদনটি।

 

জুড়ুয়া টু

`জুড়ুয়া টু` তে শুধু পাল্টে গেছে সময় আর চরিত্রের মুখগুলো। নতুনত্বের কিছুই নেই। আসল ‘জুড়ুয়া’র বিশ বছর পরে নতুন ভাবে পুরনো গল্পকেই পরিবেশন করেছেন পরিচালক। ১৯৯৭-এ সালমান-রম্ভা-কারিশ্মার ‘জুড়ুয়া’র থেকে অনেকটাই পিছিয়ে বরুন ধাওয়ান-তাপসী পান্নু-জ্যাকলিনের ‘জুড়ুয়া টু’। শুনলে আশ্চর্য হবেন, এখন পর্যন্ত বক্স অফিসে ১৩৪ কোটি রুপি ব্যবসা করেছে এই ছবি।

 

গ্র্যান্ড মস্তি

২০১৬ সালে মুক্তি পায় আফতাব শিবদাসানি, রিতেশ দেশমুখ এবং বিবেক ওবেরয় অভিনীত ‘গ্র্যান্ড মস্তি’। সংলাপের দিক থেকে প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি এই কমেডি ছবিতে বেশ মুচমুচে, হাল্কা যৌনতার লুকোচুরি রয়েছে। তবে গল্পের প্লট সেই পুরনো ধাঁচের। ছবির কনটেন্টও আহামরি নয়। কিন্তু বক্স অফিস এই ছবিকে সুপারহিট তকমা দিয়েছে। ১০০ কোটির ক্লাবেও এন্ট্রি নিয়েছে এই ছবি। 

 

গুন্ডে

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে ফুটিয়ে তোলার ব্যর্থ চেষ্টা হয়েছে এই ছবিতে। ছবির গল্প নিয়ে অনেক বিতর্কও হয়। রণবীর সিং-অর্জুন কাপূর-প্রিয়ঙ্কা চোপড়া-ইরফান খান অভিনীত এই ছবিতে অ্যাকশন, ক্রাইম, থ্রিলারের বাড়বাড়ন্ত। তবুও বক্স অফিসে ১০০ কোটি রূপি ব্যবসা করেছে এই ছবি। 

 

হ্যাপি নিউ ইয়ার

রেড চিলিজ এন্টারটেনমেন্টের ব্যানারে গৌরী খানের প্রযোজনায় এই ছবি কিন্তু দর্শকদের হতাশই করেছিল। কিং খানের কমেডি, এক গুচ্ছ ঝাঁ চকচকে তারকাও ছবির মান তেমন ভাবে উন্নত করতে পারেননি। আশ্চর্যের বিষয় মুক্তির প্রথম দিনেই ৪৫ কোটি রূপি ব্যবসা করেছে এই ছবি।

 

হাউসফুল

বলিউডের প্রথম সারির তিন অভিনেতা, অক্ষয় কুমার, অভিষেক বাচ্চন ও রিতেশ দেশমুখ রয়েছেন এই ছবিতে। ছবির প্লট তেমন আহামরি না হলেও মুক্তির প্রথম সপ্তাহের মধ্যেই বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল ‘হাউসফুল ৩’। ১০০ কোটির ব্যবসা করে সাজিদ-ফারহাদ পরিচালিত এই ভরপুর কমেডি ছবি। 

 

দিলওয়ালে

খারাপ ফিল্মের জন্যও বলিউডে পুরস্কার দেওয়া হয়। ঠাট্টা করছি না। তার জন্য খুব পরিশ্রম করে খারাপ একটা ছবি বানাতে হবে। ঠিক যেমনটা রোহিত শেট্টির ‘দিলওয়ালে’। বছরের সবচেয়ে জঘন্য ফিল্মের জন্য ‘গোল্ডেন কেলা অ্যাওয়ার্ড’ জেতে এই ছবি। আশ্চর্য়ের বিষয় এই ছবির বক্স অফিস কালেকশন ছিল ১০০ কোটির বেশি। 

সন অফ সর্দার

দুর্বল প্লট, হাস্যকর গান— কিন্তু এই ছবির বক্স অফিস কালেকশন শুনলে চমকে উঠবেন। ১০৫ কোটি। দর্শকমহলে ফ্লপ করলেও এই ছবি দিব্যি ১০০ কোটির ট্যাগ নিজের নামের পাশে বসিয়ে নিয়েছে।

বডিগার্ড

ভাইজানের ছবি মানেই বক্স অফিস হিট। যদি আপনি ছবির গল্প, প্রোডাকশন ভ্যালুর দিকে নজর না দেন, তাহলে আরাম করে তিন ঘণ্টা ব্যয় করে এই ছবির মজা নিতে পারেন। শুধু সালমান আর কারিনার রোম্যান্স দেখতেই দর্শক ভিড় জমান আর তাতেই ১০০ কোটির ক্লাবে এন্ট্রি নেয় এই ছবি।

কিক  

২০১৪ সালে মুক্তি পাওয়া এই ছবি বক্স অফিসে তেমন নজর কাড়তে পারেনি। সালমানের কিছু স্টান্ট ছাড়া এই ছবিতে আর বিশেষ কিছুই ছিল না। কিন্তু ১০০ কোটির ক্লাবে নাম রয়েছে এই ছবির।

ব্যাং ব্যাং

টম ক্রুজ আর ক্যামেরন ডিয়াজ অভিনীত ‘নাইট অ্যান্ড ডে’ ছবির অফিসিয়াল রিমেক ‘ব্যাং ব্যাং’। বক্স অফিসে তেমন ভাবে সাড়া জাগাতে পারেনি হৃতিক ও ক্যাটরিনা অভিনীত এই ছবি। কিন্তু এই ছবির বক্স অফিস কালেকশন ১০০ কোটি ছাড়িয়ে যায়।

এক ভিলেন

ছবির চিত্রনাট্য দুর্বল হলেও বক্স অফিসে রমরম করে চলে এই ছবি। শ্রদ্ধা কাপুরের অভিনয় মন কাড়লেও ছবির প্লট মাঝারি মানের। বক্স অফিস কালেকশন ১০০ কোটির বেশি।

রাউডি রাঠৌর  

‘রাউডি’ অক্ষয়ের জন্যই বক্স অফিসে হিটের তকমা পায় এই ছবি। ব্যবসা করে ১০০ কোটিরও বেশি।

সূত্র : আনন্দবাজার।

// এএসএ  // এআর