ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

তনুর ১ম ময়নাতদন্তে র্ধর্ষনের কোন আলামত খুঁজে পাওয়া যায়নি

প্রকাশিত : ০৭:১৭ পিএম, ৪ এপ্রিল ২০১৬ সোমবার | আপডেট: ০৭:১৯ পিএম, ৪ এপ্রিল ২০১৬ সোমবার

কুমিল্লায় শিক্ষার্থী সোহাগী জাহান তনুর ১ম ময়নাতদন্তে র্ধর্ষনের কোন আলামত খুঁজে পাননি ফরেনসিক চিকিৎসক। মৃত্যুর কারণও সুষ্পষ্ট নয় বলে জানয়িছেন কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. ডা. কামদা প্রসাদ সাহা। ২য় ময়নাতদন্তের রিপোর্ট চট্টগ্রাম থেকে আসার কথা রয়েছে। গেল ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে উদ্ধার করা হয় ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তণুর মরদেহ। এরপর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তনুর প্রথম ময়নাতদন্ত করা হয়। হত্যাকান্ডের ১৫ দিন পর দাখিল করা হয়েছে প্রথম ময়নাতদন্তের রিপোর্ট। তবে এতে ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর মধ্যে আদালতের নির্দেশে দ্বিতীয় দফা ময়নাতদন্ত হয়েছে গেল শুক্রবার। সেই প্রতিবেদন এখনও পাওয়া যায়নি। এদিকে নিহত তনুর ছোট ভাই আনোয়ার হোসেন রুবেলের বন্ধু মিজানুর রহমান সোহাগকে আইনশৃংখলা বাহিনীর পরিচয়ে গেল ২৭ মার্চ বাড়ি থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করে তার পরিবার। এদিকে তনু হত্যার বিচারের দাবিতে দেশের বিভিন্নস্থানে ছাত্র ধর্মঘট পালিত হয়েছে। এছাড়া মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন।