টি-টোয়েন্টি দলে মমিনুল
প্রকাশিত : ০২:০১ পিএম, ২১ অক্টোবর ২০১৭ শনিবার
ইনজুরিতে দক্ষিণ আফ্রিকা সফর শেষ হয়ে গেছে বাংলাদেশের নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবালের। সিরিজের শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না তামিম। আর তার পরিবর্তে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন আরেক বাঁহাতি ব্যাটসম্যান মমিনুল হক। প্রধান নির্বাচক ও ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন।
মিনহাজুল আবেদীন নান্নু জানান, ওয়ানডে দলের সঙ্গে মমিনুল হক রয়েছে। সে দলের সঙ্গেই থাকবে। টি-টোয়েন্টি সিরিজে তামিমের জায়গায় সে দলে ঢুকবে।
এর আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ঊরুর পেশিতে খানিকটা চোট পাওয়ার পর প্রথম টেস্টে খেলার সময় একই জায়গায় চোট পান তামিম। চোটের কারণে খেলতে পারেননি দ্বিতীয় টেস্ট ও প্রথম ওয়ানডে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দ্বিতীয় ওয়ানডেতে ফিরলেও আবারো ইনজুরিতে পড়েন তামিম।
দক্ষিণ আফ্রিকা সফরটা এমনিতেই খুব বাজে কাটছে টাইগারদের। টেস্টে হোয়াইটওয়াশ হবার পর স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ২-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। টি-টোয়েন্টির মারকাটারি ফরমেটে তাই তামিমকে খুব মিস করবে বাংলাদেশ।
সূত্র : ক্রিকবাজ
এমআর/এআর