রোহিঙ্গা সংকটের শতভাগ দায় সু চির : ড. ইউনূস
প্রকাশিত : ০৭:১৬ পিএম, ২১ অক্টোবর ২০১৭ শনিবার | আপডেট: ১০:০৩ পিএম, ২১ অক্টোবর ২০১৭ শনিবার
মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা গণহত্যা, গণধর্ষণ, নির্যাতন ও রোহিঙ্গাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়াসহ সব অপরাধের জন্য অং সান সু চিকে শতভাগ দায়ী করেছেন নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূস। আল- জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকটের জন্য সু চি একশত ভাগ দায়ী।’
মিয়ানমারের সামরিক বাহিনী প্রকৃতপক্ষে সব ক্ষমতার অধিকারী এবং সূ চিকে নিঃসন্দেহে ক্ষমতাহীন রাখা হয়েছে তাহলে সূচি কিভাবে এসবের জন্য দায়ী ?- এমন প্রশ্নে ইউনূস বলেন, তার হাতে ক্ষমতা না থাকলে তিনি পদত্যাগ করুন। তিনি পদত্যাগ তো করছেনই না আবার সেনাবাহিনীর এসব কর্মকান্ডকে মৌখিকভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন। উল্টো আরো বলছেন যে, আরাকানবাসীরাই নাকি তাদেরকে আক্রমণ করছে।
সবকিছুর জন্য তাই সু চিকে দায়ী করেন ড. ইউনূস। সু চিকেই এসবের সমাধান দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র : আল জাজিরা
এমআর/এআর